বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ দোকান ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ। সংস্থার সুরক্ষা সেবার আওতায় বৃহস্পতিবার বিকেলে নবলোকের শরনখোলা শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়। পি.কে.এস.এফের শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ বেলায়েত হোসেন ও আনোয়ার হোসেন কে নগদ ১০ হাজার টাকা করে এবং অপর ২ জন কে চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হয় । এ সময় আরো উপস্থিত ছিলেন জাইকা টিমের সমন্বয়কারী মোঃ বিল্লাল হোসেন, নবলোকের পার্থ রায় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন নবলোক পরিষদের শরনখোলা উপজেলার শাখা ব্যবস্থাপক গৌতম হালদার।#az