সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
Notice :

শরনখোলায় খাল থেকে মাওলানার মৃতদেহ উদ্ধার।দৈনিক উত্তাল

বাগেরহাট : / ৬৮ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

বাগেরহাটের শরনখোলায় খাল থেকে
মাওলানার মৃতদেহ উদ্ধার
বাগেরহাট থেকে আজাদ রশিদী।
ইসলামী আন্দোলনের চরমোনাই পীর সাহেবের মাহফিল থেকে আর বাড়ী
ফেরা হলো না বাগেরহাটের শরনখোলা উপজেলার মাওলানা মোতালেব
হোসেন গাজীর। রবিবার সকালে শরণখোলা থানা পুলিশ উপজেলার পশ্চিম
খাদা এলাকার নাপিতবাড়ী সংলগ্ন খাল থেকে মোতালেব গাজীর মৃতদেহ
উদ্ধার করেছে। থানা পুলিশ জানায়, খালে মৃতদেহ ভেসে থাকার খবর পেয়ে
রবিবার সকালেই থানা পুলিশ পশ্চিম খাদা গ্রামের নাপিতবাড়ী সংলগ্ন
খাল থেকে মাওলানা মোতালেব হোসেন গাজীর (৬৫) ভাসমান লাশ উদ্ধার
করে। লাশের পাশে কাপড় চোপড় ভরা তার একটি ব্যাগ পাওয়া যায়। থানার
এসআই আঃ আজিজ মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, মোতালেব
গাজী গত মঙ্গলবার বরিশালের চরমোনাই পীরের বাৎসরিক মাহফিলে
গিয়েছিলেন। মাহফিল থেকে সে বাড়ী ফিরে যায়নি। নিহত মোতালেব
গাজীর বাড়ী উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে হলেও তিনি দ্বিতীয়
বিয়ে করে উপজেলার খাদা গ্রামে বসবাস করে আসছিলেন। শরণখোলা
থানার ওসি মোঃ শহীদুল্লাহ বলেন, খাল থেকে উদ্ধার করা লাশের মৃত্যুর
সঠিক কারণ জানার জন্য প্রথমে সুরতহাল রিপোর্ট ও পরে লাশ ময়না
তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা
হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা
হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর