December 23, 2024, 6:01 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

লটকন চাষে চমক দেখিয়েছেন এক যুবক

উত্তাল ডেস্ক: 117 বার
আপডেট সময় : শনিবার, আগস্ট ২৪, ২০২৪

ময়মনসিংহের ফুলপুরে লটকন চাষে চমক দেখিয়েছেন এক যুবক। প্রায় ৩ একর জমিতে লটকন চাষ করেছেন তিনি। বাগানে প্রতিটি গাছের গোড়া থেকে ডালপালায় শোভা পাচ্ছে পাকা লটকন।”

সরেজমিনে গিয়ে কথা হয় বাগান মালিক নাঈমের সঙ্গে। তিনি জানান , পৈতৃক জমিতে বিভিন্ন বনজ ও ফলদ গাছের সঙ্গে লটকনের মাতৃগাছ ৯৫০টি এবং পুরুষ গাছ রয়েছে ৫০টি। এ বছর প্রায় ৪৫০টি গাছে লটকন ধরেছে।”শুধু লটকন থেকেই তিনি চলতি মৌসুমে ৪ লাখের বেশি টাকা আয় করেতে পারবেন। গত বছরও তার বাগানে ব্যাপক ফলন হয়েছিল বললেন নাঈম। লটকনের পাশাপাশি বিভিন্ন ফলের গাছও রয়েছে তার বাগানে। নাঈম বলেন, ২০১৩ সালে ৩ একর জমিতে বিভিন্ন ধরনের গাছের সঙ্গে অল্প পরিসরে লটকন চাষ শুরু করি। আস্তে আস্তে বাগানে গাছের সংখ্যা বেড়েছে। ২০১৮ সালে ফলন আসতে শুরু হয়। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ফুলপুরে প্রায় ৫০ হেক্টর জমিতে লটকন চাষ হচ্ছে। চাষিদের কৃষি অফিস থেকে দেওয়া হচ্ছে সহায়তা। পাশাপাশি সরেজমিনে বাগান পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহাম্মেদ” pt


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com