উপকুলীয় শহর ভিত্তিক জলবায়ু ঝুকিহ্্রাস প্রকল্প (কোচ্যাপ) আওতায় পৌরসভার ওয়ার্ড ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা মঙ্গলবার বিকেলে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট কার্য্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিল প্যানেল মেয়র শেখ আবুল হাসান শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী ২ জুন বিশ^ তাপ দিবস ও ৫ জুন বিশ^ পরিবেশ দিবস পালন করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে নানা কর্মসুচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের সহযোগিতায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, সংবাদ কর্মী আজাদুল হক, স্বাস্থ্য কর্মকর্তা বিভাষ চন্দ্র রায় রাজনৈতিক নেতা রতন নন্দী, সরদার নাসিরুল আলম ডাবলু, রেড ক্রিসেন্ট ইউনিটের প্রোগ্রাম অফিসার সুলতান মাহামুদ ও ইউনিট লেবেল অফিসার মোঃ হান্নান প্রমুখ। সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন ফিন্যান্স অফিসার মোঃ শরীফুল ইসলাম জুয়েল।#az