বাগেরহাট সদর উপজেলার বেমোরতা ইউনিয়ন (বিএনপির) দ্বি-বার্ষিক সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে মোঃ আকরামুজ্জামান রিক্ত
সভাপতি ও অহিদুল ইসলাম রানা সম্পাদক নির্বাতি হয়েছে। সোমবার (৭ এপ্রিল)
সকালে মোনিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনে সদর
উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির
সদস্য সচিব তালুকদার শহিদুল ইসলাম ¯^পনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে
প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডঃ লায়ন শেখ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড শেখ নূরুল ইসলাম, শেখ আবুল কালাম
আজাদ (বুলু)।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোজ্জাফর রহমান
আলম, জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সরদার অহিদুল ইসলাম
পল্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক
নেতা মোস্তফা জামান লিটু, জেলা কৃষকদলের সভাপতি সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েলসহ
জেলা, সদর উপজেলা, বেমরতা ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা।
সম্মেলন শেষে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩১ জন ভোটার তাদের নেতা নির্বাচনে
ভোট প্রদান করে। নির্বাাচনে বেমরতা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মোঃ
আকরামুজ্জামান রিক্তো আনারস প্রতীক পেয়েছেন ১৭২ ভোট পেয়ে নির্বাচিত
হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী এস এম ইমদাদুল হক ছাতা প্রতীকে পেয়েছেন ১৪৫
ভোট। সাধারণ সম্পাদক পদে অহিদুল ইসলাম রানা হরিণ প্রতীকে ২৩২ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী আরশাব আলী হাওলাদার ১০৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জালাল উদ্দিন শেখ বই প্রতিককে ২০০ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী শেখ রনিকজ্জিামান টিউবয়েল
প্রতিকে পেয়েছে ১৭২ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে মোল্লা আবুল কালাম দেয়াল
ঘড়ি প্রতীকে১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ
শাহজালাল বাদশা কলস প্রতিকে পেয়েছে ১৭০ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে
আব্দুর রাজ্জাক বই প্রতীকে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম
প্রতিদদ্ধী আফজাল খান বাইসাকেল প্রতিকে পেয়েছে ১২৮ ভোট। দীর্ঘ ১০ বছর পরে
সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির নেতারা তাদের
পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পেরে খুশি।