বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে এক সভা অনুষ্টিত হয়েছে। বাল্য বিবাহ নিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাল্যা বিবাহ একটি সামাজিক ব্যাধি হিসাবে উপস্থাপন করে প্রতিকারে করনীয় বিষয়ে সুপারিশ মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, রামপাল থানার ওসি সোমেন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা প্রমুখ। এ ছাড়াও সভায় রামপাল উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বাল্য বিয়ে প্রতিরোধে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির চলমান কার্যক্রম উপাস্থাপন করেন কর্মসুচীর জেলা ব্যবস্থাপক পলাশ হালদার।#