বাগেরহাটের রামপাল উপজেলা পল্লীতে একটি মাছের ঘের থেকে মোঃ বেল্লাল লস্কর(৪৫) নামের একজন কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বেল্লাল লস্কর উপজেলার বুঝবুনিয়া গ্রামের ইনসান আলী লস্করের ছেলে। সোমবার সকালে বাগেরহাট জেলা সদর হাসপাতালে বেল্লালের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। উপজেলার খয়রামারী বিলে জনৈক এমএ শোউদ লস্করের মাছের ঘের থেকে রবিবার দুপুরের দিকে বেল্লালেরর মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে বেল্লাল লস্কর ওই বিলে একটি মাছের ঘের করে। রবিবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে ঘেরে যায়। এরপর আর ফিরে না আসায় তার স্ত্রী ও ছেলে ঘেরে খুঁজতে যায় এবং ঘেরের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার দেয়। পরে লোকজন ছুটে আসে এবং থানা পুলিশে খবর দেয়। রামপাল থানার ওসি সোমেন দাশ বলেন, কিভাবে বেল্লালের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায় নি। পরিবার বলছে বেল্লাল লস্কর নানা রোগে আক্রান্ত ছিল। তবে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। প্রাথমিকভাবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#az