বাগেরহাহাট রামপাল উপজেলায় জাকের পার্টি ও সহযোগী সংগঠন আয়োজিত দাওয়াতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মহোদয়ের নির্দেশে দেশব্যাপী দাওয়াতি ইফতার মাহফিলের অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ মার্চ) রামপাল উপজেলায় উপজেলা সভাপতি- শেখ বজলুর রহমান খোকন এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সভাপতি- খান আরিফুর রহমান (আরিফ)। প্রধান বক্তা হিসেবে মূল্যবান ওয়াজ নসিহত করেন মাওলানা আলী আকবর রেজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক- মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- গোলাম ফারুক চান, জেলা জাকের পার্টি কৃষক ফ্রন্ট এর সভাপতি- মুন্সি বাদল রেজা। জেলা জাকের পার্টির সহ-সভাপতি শেখ লুৎফর রহমান, রামপাল উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক- মোহাম্মদ টুকু হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রামপাল উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি- শেখ শাহেদ আলী। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।