বাগেরহাটের রামপাল উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জাতীয়বাদী দল বিএনপি’র ত্রাণ পূর্ণঃবাসন কমিটির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২ টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের বগুড়া ব্রীজ সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। রামপাল উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ জাহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওয়াদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সদস্য আয়শা সিদ্দিকা মানি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সাবেক সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমসহ জেলা ও রামপাল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রবল ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪১ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এদিকে কেন্দ্রীয় নেতাদের আগমনের খবরে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে যোগ দেয় তৃণমূলের নেতা কর্মীরা। #
az