বাগেরহাটের রামপাল উপজেলায় শ^াসকষ্টসহ নানা রোগে আক্রান্ত
কৃপাচার্য অধিকারী(৬০) নামের এক ব্যাক্তি সবার অজান্তে ঘরের
বারান্দায় আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে
রামপাল থানা পুলিশ সোমবার সকালে উপজেলার রাজনগর কালেখার বেড়
গ্রামে গিয়ে কৃপাচার্যের লাশের সুরতহাল করে। কৃপাচার্য ওই
গ্রামের নীলাম্বর অধিকারীর ছেলে। তার স্ত্রী জয়ন্তী রানী অধিকারী বলেন,
তার স্বামী দীর্ঘদিন ধরে শ^াসকষ্টের রোগে ভুগছিলেন। রবিবার সন্ধ্যায়
আমি স্বামীর সাথে কথা বলে বাড়ীর পাশে মাছের ঘেরে যান। রাত সাড়ে
১০ টার দিকে ঘের থেকে এসে স্বামীকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে
দেখেন বারান্দার আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে আছে। এ সময়
ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে কৃপাচার্যকে নামিয়ে
দেখা যায় তিনি মারা গেছেন। বিষয়টি রাতেই থানা পুলিশ কে
জানানো হয়। আত্মহত্যার কারন হিসাবে প্রাথমিকভাবে জানা গেছে,
কৃপাচার্য অধিকারী ডায়বেটিকস ও শ^াসকষ্ট রোগে ভুগছিলেন।
আর্থিক দৈন্যতার কারনে ভালভাবে চিকিৎসা নিতে পারছিলেন না।
অবশেষে সবার অজান্তে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। রামপাল থানার
নবাগত ওসি মোঃ সেলিম রেজা বলেন, কৃপাচার্য রোগাক্রান্ত হয়ে
আত্মহত্যা করেছে। তার পরিবার থেকে ময়না তদন্ত না করার জন্য অনুরোধ ও
কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশের ময়না তদন্ত না করে লাশ পরিবারের
কাছে হস্তান্তর করা হয়।#