সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
Notice :

রংপুরকে হারিয়ে প্লে অফে এক পা চিটাগাংয়ের

ক্রীড়া প্রতিবেদক: / ৬৪ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। টানা জয়ের রেকর্ড গড়া রাইডার্সরাই এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে! চিটাগাং কিংসের বিপক্ষেও এবার ব্যর্থ রংপুরের ব্যাটাররা। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি রাইডার্স বোলাররাও। তাতে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। এই জয়ে প্লে অফ অনেকটা নিশ্চিতই বলা যায় চিটাগাংয়ের।”

১০ ম্যাচ খেলে ৪ হারের বিপরীতে ৬ জয় চিটাগাংয়ের। ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিনে অবস্থান করছে। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে আছে রাজশাহী। তবে রাজশাহীর আর কোনো ম্যাচ বাকি নেই। পাঁচে থাকা খুলনা বাকি দুই ম্যাচ জিতলে তবেই ১২ পয়েন্ট হবে তাদের। তখন নেট রানরেটে সেরা চার নির্ধারিত হবে।”

বুধবার (২৯ জানুয়ারী) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগাংয়ের। ৬ রান করে লাহিরু মিলান্থা সাজঘরে ফেরায় ভাঙে ১৩ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি গ্রাহাম ক্লার্ক। ১২ বলে তার ব্যাট থেকে এসেছে ১৫ রান। ক্লার্কের পথেই হেটেছেন মোহাম্মদ মিঠুনও।”

৬৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও হায়দার আলি। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৪৩ রান। ৪১ রান এসেছে পারভেজের ব্যাট থেকে। আর হায়দার অপরাজিত থেকেছেন ১৮ বলে ৪৮ রান করে। তার ঝোড়ো ইনিংসে ভর করেই ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে কিংসরা।

এর আগে ব্যাট করতে নেমে বেশ ভুগেছে রংপুর। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় কোনো জুটি গড়তে পারেনি তারা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি স্টেভেন টেইলর। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন এই ওপেনার। আরেক ওপেনার সৌম্য ২৩ রান করেছেন।”

তিনে নেমে ব্যর্থ ইনফর্ম সাইফ হাসান। তার ব্যাট থেকে এসেছে ৮ রান। ইফতিখার আহমেদ এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। ৪৭ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেছেন এই পাকিস্তানি ব্যাটার।#smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর