নওগাঁয় যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন- প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম নওগাঁ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি বিজয় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ , অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুইয়া । সভায় নারীদের যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন- প্রয়োজনীয়তা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী বৈসম্য দূরকরনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের সমন্বয়ক আছির উদ্দিন সংগঠনটির নওগাঁ জেলার সধারণ সম্পাদক আছমা খাতুন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এশোসিয়েশনের সভাপতি রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আশরাফুল নয়নসহ সংগঠনটির সদস্যগন উপস্থিত ছিলেন।