বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় চাঞ্চল্যকর ফাতেমা বেগম(১৯) হত্যা মামলার প্রধান আসামী ঘাতক স্বামী কাশেম শেখ (২৫) কে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬ এর সদস্যরা। গোঁপন খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা শুক্রবার রাতে খুলনার রুপসা খানজাহান আলী সেতুর পুর্ব পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাশেম শেখ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ধনপোতা গ্রামের বাসিন্দা। খুলনা র্যাব-৬ থেকে শনিবার দুপুরে দিকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ বছর আগে প্রেমের সুত্র ধরে বিবাহিত স্ত্রী ফাতেমা বেগম কে যৌতুকের দাবীতে গত ১৬ মার্চ-২০২৪ বিকেলে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে এবং আত্মহত্যা বলে প্রচার করে। তবে মেয়েকে হত্যা করা হয়েছে এই মর্মে তার পিতা ফকিরহাট বেতাগা ধনপোতা এলাকর কুদ্দুস হাওলাদার ফকিরহাট থানায় একটি হত্যা মামলা করে। মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। বিষয়টি খুলনা র্যাব-৬ আমলে নিয়ে ছায়া তদন্ত করে এবং গোপন খবরের ভিত্তিতে খুলনা র্যাব -৬ এর আভিযানিকদল শুক্রবার রুপসা সেতু এলাকা থেকে আসামী কাশেম শেখ কে গ্রেফতার করা হয় এবং তাকে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য গৃহবধু ফাতেমা বেগম কে গত ১৬ মার্চ -২০২৪ বিকেলে হত্যা করা হয়।#ad