মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
Notice :

মোড়েলগঞ্জে বসত বাড়ীতে চেতনা নাশক স্প্রে করে চুরি সংঘঠিত

বাগেরহাট / ৩০১ বার
আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন



বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দক্ষিন তেলিগাতি এলাকায় একটি বসতবাড়ীতে রাতে চেতনা নাশক ঔষধ স্প্রে করে সকল কে অজ্ঞান করে চুরি করা হয়েছে। সোমবার সকালে প্রতিবেশীরা অচেতন অবস্থায় ওই গ্রামের সোহাগ গাজী ও তার স্ত্রী কে উদ্ধার করে চিকিৎসা করান। এর আগে রবিবার রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে বলে জানান সোহাগ দম্পতি। ঘটনাটি মোড়েলগঞ্জ থানা পুলিশ কে অবহিত করা হয়েছে। জানা গেছে, উপজেলার দক্ষিন তেলিগাতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোকম্মেল হোসেন গাজীর ছেলে সোহাগ গাজী ও তার স্ত্রী সন্তানদের নিয়ে রবিবার রাতের খাবার খেয়ে যথা নিয়মে ঘুমিয়ে পড়েন। রাতের যে কোন সময় দুবৃর্ত্তরা জানালা দিয়ে ওই ঘরে চেতনা নাশক স্প্রে করে। এতে সোহাগ গাজী ও তার স্ত্রী অচেতন হয়ে যায়। সোমবার সকালে তারা ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা এসে ডাকাডাকি করলে বিষয়টি জানাজানি হয়। এ অবস্থায় বাড়ীতে চিকিৎসক এনে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিছুটা সুস্থ ও স্বাভাবিক হয়ে সোহাগ গাজী জানান তার স্ত্রী সম্প্রতি বিদেশ থেকে এসেছেন। ফলে ঘরে নগদ দেড় লাখ টাকা ও ১৫/১৬ ভরি স্বর্নালংকার ছিল। যা দুবৃর্ত্তরা নিয়ে গেছে। এ ছাড়া অন্যান্য মালামালও নিয়ে গেছে। বিষয়টি থানা পুলিশ কে মৌখিকভাবে জানানো হয়েছে। মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সামছুদ্দিন জানান, উপজেলার তেলিগাতি ইউনিয়নের দক্ষিন তেলিগাতি গ্রামের মুক্তিযোদ্ধা মোকাম্মেল হোসেন গাজীর বাড়ীতে চুরির ঘটনা ঘঠেছে বলে জানতে পেরেছি। থানা থেকে একটি পুলিশ টিম সোমবার সকালে ওই বাড়ী পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।#az


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর