বাগেরহাটের মোড়েলগঞ্জে চুরি করা ১টি মহিষসহ ২ জন কে হাতে নাতে আটক করেছে গ্রামবাসি। দুইদিন আগে চুরি করা ১টি মহিষ সোমবার বিকেলে বিক্রি করতে নেওয়ার পথে মহিষের মালিকসহ গ্রামবাসি হাতে আটককৃতরা হলো মোড়েলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের কাশেম আলী সরদারের ছেলে মোঃ আঃ লতিফ সরদার (৪৮) একই এলাকার আমিন জমাদ্দারের ছেলে শিমুল জমাদ্দার (৩৪)। মহিষ মালিক উপজেলার নিশানবাড়ীয়া পিসি বারুইখালী এলাকার মোঃ নুরু সাজ্জাল জানান, গত শনিবার রাতে তার বাড়ীর গোয়াল থেকে একটি মহিষ চুরি হয়। এর পর থেকে মহিষ খুজতে থাকেন তিনি। এক পর্যায়ে ২ দিন পর সোমবার বিকেলে পাশর্^বর্ত্তি জিউধরা এলাকার মোংলা কেয়ারের রাস্তা দিয়ে মহিষটি বিক্রি করতে নেয়ার পথেই স্থানীয় লোকদের সহযোগিতায় মহিষটি উদ্ধারসহ ২ জন কে হাতে-নাতে আটক করে নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদে আনা হয়। পরে মহিষসহ আটক ২ জন কে মোড়েলগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ শামসুদ্দিন জানান আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াশেষে আদালতে সোপর্দ করা হয়েছে।#a