বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পল্লীতে এনজিও ঋনের কিস্তি
পরিশোধে ছাগল বিক্রি করা নিয়ে পরিবারের সাথে ঝগড়া করে সঞ্জু
কুমার মিস্ত্রী (৫০) নামের এক ব্যাক্তি গলায় গামছা দিয়ে ফাঁস
লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে শুক্রবার সকালে মোড়েলগঞ্জ থানা
পুলিশ সঞ্জু মিস্ত্রির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা
সদর হাসপাতারে প্রেরন করেছে। বৃহস্পতিবার রাত ১০ টার পর যে কোন
সময় বাড়ীর পাশের জনৈক সুধাংশু হালদারের বাড়ীর বাগানে মেহেগনীগাছে ঝুলে সে আত্মহত্যা করে বলে পরিবার থেকে জানানো হয়। সঞ্জু
কুমার মিস্ত্রি মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা সাধুর পোল গ্রামের
ইন্দ্রভূষণ মিস্ত্রির ছেলে। পরিবার থেকে বলা হয়, এনজিও ঋনের কিস্তি
পরিশোধের লক্ষে বৃহস্পতিবার দুপুরের দিকে ছাগল বিক্রি করা নিয়ে স্ত্রী
ও সন্তানের সাথে ঝগড়া হয়। আর এই ঝগড়ার জের ধরে রাতেই সঞ্জু কুমার
মিস্ত্রি গলায় গামছা দিয়ে গাছের আড়ায় ঝুলে আত্মহত্যা করে।
মোড়েলগঞ্জ থানার ওসি মোহাম্মাদ সামছুদ্দিন জানান, শুক্রবার সকালে
উপজেলার হোগলাপাশা সাধুর পোল এলাকার একটি বাগান থেকে
গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সঞ্জু কুমার মিস্ত্রি নামের এক ব্যাক্তির
মৃতদেহ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য বাগেরহাট
জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায়
প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#