December 25, 2024, 9:19 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

মোড়েলগঞ্জে ইটভাটার মাঠ থেকে তরুনের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: 170 বার
আপডেট সময় : রবিবার, জুন ৩০, ২০২৪



বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কাঠালতলা এলাকার একটি ইটভাটার মাঠ থেকে রবিবার সকালে রাকিব সিকদার (১৮) নামের এক তরুনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাকিব সিকদার ওই গ্রামের মন্টু সিকদারের ছেলে। সে শনিবার সন্ধ্যার পর বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফেরে নাই। রবিবার সকালে ইটভাটার শ্রমিকরা কাজে এসে মাঠের মধ্যে রাকিবের মৃতদেহ পড়ে থাকতে দেখে সকল কে খবর দেয়। এ খবর পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ইটভাটার মধ্যে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হতে পারে। কারন তার শরীরে বিদ্যুৎ স্পৃষ্টের ক্ষত রয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শামসুদ্দিন জানান, মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের কাঠালতলা এলাকার এমবিআই নামক ইটভাটার মাঠে রাকিবের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশের সুরতহাল করেছে। রাকিবের হাতে ও বুকে বিদ্যুৎ স্পৃষ্টে ক্ষত রয়েছে। প্রাথমিক ধারণায় প্রতিয়মান হয় রাকিব সিকদার ইট ভাটায় ব্যবহৃত বিদ্যুতের তারে পিষ্ট হয়েছে। মৃত্যুর সঠিক কারন উদঘাটনে লাশের ময়না তদন্ত করতে মর্গে প্রেরন করা হয়েছে। এরপর বাকী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান থানার ওসি।#az


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com