বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমদাদুল হকসহ ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মোড়েলগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এমদাদুল হক (৬২), উপজেলার বারুইখালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মনা কাজী(৪০), একই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শোভন ইসলাম (৩৮) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো রফিকুল ইসলাম । মোড়েলগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শামসুদ্দিন বুধবার সকালে জানান, উপজেলার খাউলিয়া এলাকার লোকমান হোসেন ও বারুইখালী এলাকার শাহীন বাদী হয়ে ২০/২২ জনের নাম উল্লেখসহ আজ্ঞাত নামা আরো কয়েকজনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছেন। এ মামলার ঘটনায় মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ৪ জন কে গ্রেফতার করা হয়। এদের কে সকালেই বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।#az