বাগেরহাটের মোল্লাহাটে সোনালী বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি করায় শ্রমিকদের সাথে মালিক পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ ব্যাক্তি আহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার নগরকান্দি সোনালী বিড়ি কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মাঝে কয়েক জনকে মোল্লাহাট ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় কয়েকটি বাড়ি ঘরেও হামলা হয়েছে বলে জানা গেছে।
মোল্লাহাট হাসপাতালে চিকিৎসাধীন সোনালী বিড়ি কারখানা শ্রমিক সবুজ বিশ্বাস (৪৫) বলেন, তার নিজ গ্রামে অবস্থিত কারখানার ঈসোনালী বিড়ি প্রতি হাজারে শ্রমিক মজুরি ৫৪ টাকা। একই এলাকায় আকিজ বিড়ি শ্রমিক মজুরি ৬০ টাকা। তাই আমরাও ৬০ টাকা মজুরি দাবি করায় মালিক পক্ষের হয়ে সাবেক ইউপি সদস্য মোঃ ফিরোজ শেখ লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়, এসময় প্রতিবাদ করায় দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আমি সহ আমাদের পক্ষের কবির শেখ (৫৫), তৈয়ব বিশ্বাস (৬০), হেদায়েত বিশ্বাস (৩৫) ও নুর ইসলাম তরফদার (৪৭) আহত হন। এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
সাবেক ইউপি সদস্য মোঃ ফিরোজ শেখ বলেন, বিড়ি কারখানার কোনো বিষয় এটা না, মূলত আমার ঘনিষ্ঠ ইকু বিশ্বাসের একটি দোকান ঘর জনৈক ওবায়দুল বিশ্বাসকে ভাড়া দেয়া হয়। উক্ত ঘরের ভাড়া ছাড়াই জোর করে দখলে রাখতে চায় ইকু বিশ্বাসের ভাতিজা হেদায়েত। এমনকি ভাড়াটিয়ার মালপত্রে লাথি মারে হেদায়েত। এনিয়ে সংঘর্ষ হয়। এতে তার পক্ষের লাজু বিশ্বাস (৪২), তরিকুল বিশ্বাস (২৮), ওবায়দুল বিশ্বাস (৩০), ইকু বিশ্বাস (৫০), কালাম বিশ্বাস (৫০) ও রবুল বিশ্বাস (২৮) আহত হন। এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী বলেন, শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিল বলে শুনেছি, এছাড়া শনিবার দুই পক্ষের সংঘর্ষ হয়েছে বলেও জানতে পারছি।: mfs