বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ বৃহস্পতিবার রাতের এ অভিযানে ১ কেজি গাঁজাসহ হাসিয়া বেগম (৫০) নামের একজন নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতার হাসিয়া বেগম মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের দিদার মোল্লার স্ত্রী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার সকালে মোল্লাহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রেকর্ড করেছে। মোল্লাহাট থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, গোপন খবরের ভিত্তিতে থানার এসআই রামপ্রসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কোদালিয়া গ্রামের দিদার মোল্লার বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এ সময় দিদার মোল্লার স্ত্রী চিহ্নিত মাদক বিক্রেতা হাসিয়া বেগমের হেফাজত থেকে এক কেজি গাজা উদ্ধারসহ হাসিয়া বেগম কে গ্রেফতার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে।#
ad