বাগেরহাটের মোল্লাহাটে অবৈধ বিড়ি কারখানায়
অভিযান ৪২ বস্তা তামাক ও উপকরণ পুড়িয়ে ভষ্ম
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি
অবৈধবিড়ি কারখানা সনাক্ত করে ৪২ বস্তা তামাক (শুকা ) ও শুল্ক ফাঁকি
দেয়ার নকল ব্যান্ড রোল সহ বিভিন্ন উপকরণ জব্দ পূর্বক পুড়িয়ে ভষ্ম করা
হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সরসপুর গ্রামের আমজাদ
মোল্লার বাড়ীতে অবৈধ বিড়ি কারখানা থেকে ওই সব উপকরণ জব্দের পর
পুড়িয়ে ভষ্ম করা হয়। মোল্লাহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট হরে কৃষ্ণ অধিকারী শনিবার সকালে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী সঙ্গে নিয়ে অভিযান
পরিচালনা করেন তিনি। অভিযানকালে কতিথ ওই বিড়ি খারখানা থেকে
৪২ বস্তা তামাক সহ নকল ব্যান্ড রোল এবং সোনালী বিড়ি নামের লোগো
সম্বলিত পেপার সহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। তামাকসহ জব্দকরা
সরজ্ঞাম রাতেই পাশর্^বর্ত্তি ঢাকা খুলনা মহাসড়কের পাশে নির্জন
স্থানে পুড়িয়ে ভষ্ম করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও
জানান তিনি।#