বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোরেলগঞ্জে রাস্তায় সুপারি বিক্রেতা আল ইমরান খান (২৫) কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ভ্যান চালক ফাহাদ শেখ (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মোড়েলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে ফাহা কে গ্রেফতার করা হয়। ফাহাদ শেখ উপজেলার বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে। সোমবার সন্ধ্যর দিকে উপজেলার আমতলা এলাকায় তুচ্ছ ঘটনার জেরে সুপারী বিক্রেতা আল ইমরান খানকে ছুরিকাঘাতে হত্যা করে ভ্যান চালক ফাহাদ। নিহত আল ইমরান খান পার্শবর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরণী পর্ত্তাশী গ্রামের মো. সামাদ খানের ছেলে। জানা গেছে, আল ইমরান খান ইজিবাইকে করে মোরেলগঞ্জে সুপারি বিক্রি করতে যাবার পথে আমতলা এলাকায় ভ্যান শ্রমিক ফাহাদের ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে ফাহাদ ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে ফাহাদ ইমরানের বুকে ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে হত্যাকারী ঘাতক কিশোর ফাহাদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা রেকর্ড হয়েছে। বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে নিহত আল-ইমরানের লাশের ময়না তদন্তশেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #az