বাগেরহাটের মোরেলগঞ্জে মজিবর রহমান হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধের গলায় ফাঁস লাগানো ও একটি গাছে অর্ধ ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে পুলিশ ওই বৃদ্ধের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তেলিগাতি ইউনিয়নের ঢুলিগাতি গ্রামের জনৈক জিয়াউর রহমানের বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করে। সে ওই গ্রামের মোবারক আলী হাওলাদারের ছেলে। সে মঙ্গলবার সন্ধার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। উপজেলার তেলিগাতি ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আক্তারসহ প্রত্যক্ষদর্শীরা বলেন, মজিবর রহমান পশ্চিম ঢুলিগাতী জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। নিজ বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে গাছের সাথে তার নিজের লুঙ্গি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। গাছের সাথে গলায় ফাঁস লাগানো থাকলেও মজিবর রহমানকে হাটুতে ভর করা অবস্থায় (অর্ধ ঝুলন্ত) পাওয়া গেছে। তার গোপনাঙ্গ ও পায়ের নখ থেকে রক্ত ঝরছিলো। হাতে পায়ে কাদামাটি মাখা। এ বিষয়ে মজিবর রহমানের পরিবারের সদস্যরা কিছু বলতে রাজি হননি। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মজিবর রহমান গলায় ফাঁস দিয়েaz আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে। তার মৃতদেহ উদ্ধারপূর্বক সুরতহাল করে ময়না তদন্ত করাতে বাগেরহাট জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।#
az