বাগেরহাটের মোরেলগঞ্জে আগুন লেগে ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার(১৫ মে) দিবাগত রাত ১২ টার দিকে পোলেরহাট বাজারে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ১২ টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জের স্টেশন কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার দুটি ইউনিট ঘন্টা দুয়েক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাÐের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে।
ssn