বাগেরহাটের মোড়েলগঞ্জে
পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় সবার অজান্তে বাড়ীর পাশের খালে
পড়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তাইয়েদ খান নামে দুই বছরের
এক শিশু। মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের
ভরাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু তাইয়েদ খান সৌদি প্রবাসী
মো. সুমনের ছেলে ও স্থানীয় বাসিন্দা মো. আব্দুস সোবহান খানের
নাতি। স্থানীয়রা জানান, শিশুটি দুপুরে মায়ের সঙ্গে খাবার খেয়ে
একাই বাড়ীর পাশে দাদার দোকানের দিকে যায় । এ সময় দাদা সোবাহান
খান দোকানে ঘুমিয়ে ছিলেন। সবার অজান্তে শিশুটি খেলতে খেলতে
পাশের খালে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও অনেক
দেরি হয়ে যায়। দীর্ঘক্ষণ পর দোকানের পাশের খালের চরে শিশুটির নিথর দেহ
পাওয়া যায়। অভিভাবকদের একটু অসবাধনতার কারনে শিশুটির মৃত্যুরখবর ছড়িয়ে পড়লে ওই পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া
নেমে আসে। মোরেলগঞ্জ থানার ওসি মোঃ রাকিবুল হাসান জানান
অভিভাবকদের অসাবধনতার কারনে তাইয়েদ খান নামের একটি শিশুর
পানিতে ডুবে মৃত্যু হয়েছে। যা মর্মান্তিক দুর্ঘটনা। #