বাগেরহাটের মোরেলগঞ্জে দিনমজুরের
বসত ঘর আগুনে পুড়ে ছাই
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে বাড়ীতে কেহ না থাকার
সুযোগে একজন দিনমজুরের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।
উপজেলার নিশান বাড়ীয়া পশ্চিম চিপা বারুইখালী গ্রামের সবুজ
মন্ডলের বসত বাড়ীটি শনিবার ভোর রাতে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়।
বসতবাড়ী আগুনে পুড়ে কমপক্ষে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী
করছেন সবুজ মন্ডল। ধারনা করা হচ্ছে বসতবাড়ীটি ফাঁকা পেয়ে মাদক
সেবীরা এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে মোড়েলগঞ্জ থানার নবাগত ওসি
মো. রাকিবুল হাসান শনিবার দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন
করেছেন। ক্ষতিগ্রস্থ গৃহকর্তা সবুজ মন্ডল বলেন, ঘটনার রাতে ঘরে কোন
লোকজন ছিলোনা। আমি পরিবার নিয়ে পাশর্^বর্ত্তি ধানসাগর
গ্রামে শ^শুর বাড়িতে অবস্থান করছিলাম। কিভাবে আগুন লেগেছে তা
জানা যায়নি। তবে, মাদকাশক্তরা ঘরের মূল্যবান মালামাল চুরি করে আগুন
লাগিয়ে দিতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন। মোরেলগঞ্জ থানার ওসি
মো. রাকিবুল হাসান বলেন, ঘটনার তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে
পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #