শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
Notice :

মোংলা বন্দর জেটিতে একই সাথে ভিড়েছে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ

বাগেরহাট প্রতিনিধি: / ৮২ বার
আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

একই সাথে ভিড়েছে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ।

পানামা পতাকাবাহী জাহাজ এম ভি জুপিটার ৪০৮৩ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৫ নং জেটিতে, সাউথ কোরিয়া পতাকাবাহী জাহাজ এম ভি মেরিগোল্ড ৫০০০ মেট্রিক টন গুড় নিয়ে বন্দরের ৬ নং জেটিতে, হংকং পতাকাবাহী জাহাজ এম ভি হ্যান হুই ১৯৭০.৪১০ মেট্রিক টন স্টিলের পাইপ পণ্য নিয়ে বন্দরের ৭ নং জেটিতে এবং বারবাডোস পতাকাবাহী জাহাজ এম ভি আনকা ব্লু ১৭৬৯.০৬৯ মেট্রিক টন মেশিনারিজ মালামাল নিয়ে বন্দরের ৮ নং জেটিতে ভিড়েছে। জেটিতে অবস্থানরত চারটি জাহাজে মোট ১২,৮২২.৪৭৯ মেট্রিক টন মালামাল রয়েছে।মোঃ মাকরুজ্জামান

উপ-পরিচালক, ( জনসংযোগ) মংলা বন্দর তিনি বলেন মোংলা বন্দর জেটিতে ২৪ মার্চ, ২০২৫ খ্রি. তারিখ একদিনে ০৪ টি বিদেশি বাণিজ্যিক জাহাজসহ পোর্ট লিমিটের মধ্যে বেসক্রিকে ০২টি, হারবারিয়ায় ০৫ টি, গ্যাস কোম্পানিতে ০২টি পয়েন্টে বর্তমানে মোট ১৪ টি জাহাজ অবস্থান করছে। এসকল জাহাজে- বিভিন্ন ধরনের মেশিনারিজ, চিটাগুড়, স্টিলের পাইপ, চাল, কয়লা, ক্লিংকার ও সার রয়েছে।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর