বাগেরহাটের মোংলা থানা পুলিশের অভিযানে মানব পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় পাচার হতে যাওয়া ভিকটিম এক কিশোরী কে উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মোংলা পৌরসভাধিন নারকেলতলা এলাকায় পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলো, মোংলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের নারকেলতলা এলাকার শামসুদ্দিনের স্ত্রী খাদিজা বেগম (৩০), পাশর্^বর্ত্তি মিয়া পাড়া এলাকার বেল্লাল হোসেন (৩২) ও তার স্ত্রী ময়না (২২)। পুলিশ জানায়, মোংলা উপজেলার মাকরডোম এলাকার জনৈক জাকিরের কিশোরী মেয়ে(১৬) কে দারিদ্রতার সুযোগ নিয়ে ভারতের চেন্নাইয়ে পাচারের উদ্দেশ্যে বাড়ী থেকে নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে ভিকটিমের মা নাজমা বেগম শুক্রবার রাতেই মোংলা থানা পুলিশ কে জানায়। খবর পেয়ে রাত ৩ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ৩ জন কে গ্রেফতার ও ভিকটিম কে উদ্ধার করে। মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে ৩ জন কে গ্রেফতার করাসহ ভিকটিম কে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।#az