বাগেরহাটের মোংলা উপজেলায় বাল্যবিবাহ নিরোধ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে মোংলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। এ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শাহীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান। এছাড়াও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধিও সংবাদ কর্মীরা সভায় অংশ গ্রহন করেন। সভায় বাল্য বিয়ে প্রতিরোধে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির চলমান কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক পলাশ হালদার। পরে মুক্ত আলোচনায় অংশ নিয়ে অতিথিবৃন্দ বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ উদ্যোগের কথা ব্যক্ত করার মাধ্যমে আগামী করনীয় কর্ম পরিকল্পনা তৈরী করেন।#