চলমান ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনি আচারন বিধি লংঘনের দায়ে বাগেরহাটের মোংলা উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আর্থিক জরিমানা করে সতর্ক করেছে ভ্রাম্যমান আদালত। মোংলা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ তারিকুল ইসলাম ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মোংলা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ের সামনে ফটক তৈরি, নির্বাচনী কার্যালয়ে আলোকসজ্জা এবং প্রচারকারী গাড়িতে একাধিক মাইক ব্যবহারের দায়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের হাওলাদারকে ১০ হাজার টাকা, অপর চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেনকে ১০ হাজার টাকা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুল ইসলাম হিমেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং তাদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশ প্রদান করেন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে এ উপজেলায় নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার তারিকুল ইসলাম জানান, নির্বাচনের আচারন বিধি না মানার কারনে দুইজন চেযারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান মোট ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করাসহ তাদের কে সতর্ক করা হয়েছে। আর ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#
az