বাগেরহাটের মোড়েলগঞ্জে চাঞ্চল্যকর হিন্দু সম্প্রদায়ের নারীকে হত্যকান্ডের ঘটনায় মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামী শহিদুল মল্লিক (৫৫) কে গ্রেফতার করেছে খুলনা র্যাবের সদস্যরা। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে মোড়েলগঞ্জ উপজেলার ফেরীঘাট এলাকা থেকে খুলনা র্যাব-৬ এর আভিযানিক দল শহিদুল মল্লিক কে গ্রেফতার করে। শহীদুল মল্লিক উপজেলার বহরবুনিয়া গ্রামের বাসিন্দা। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে রবিবার সকালে এক মেইল বার্তায় জানানো হয়, বাগেরহাটের বিজ্ঞ জেলা জজ আদালতের বিচারক ১৯৯৮ সালে উপজেলার বহরবুনিয়া এলাকায় একজন হিন্দু নারীকে হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামী শহিদুল মল্লিক কে মৃত্যুদন্ড প্রদান করে। এর আগে হত্যাকান্ডের পর থেকে শহিদুল মল্লিক পলাতক ছিল। সম্প্রতি সে এলাকায় এসে চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে। এ খবর পেয়ে খুলনা র্যাব-৬ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং তাদের গোয়েন্দা তৎপরতায় পলাতক আসামী শহিদুল মল্লিকের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার রাতে স্থানীয় মোড়েলগঞ্জ ফেরীঘাট এলকায় অভিযান পরিচলান করে শহিদুল মল্লিক কে গ্রেফতার করে। তাকে মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি মোঃ শামসুদ্দিন বলেন রবিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে শহিদুল মল্লিক কারাগারে প্রেরন করা হয়েছে।a