মুক্ত বাংলা সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তরা
সামাজিক সেবার পরিধি
বৃদ্ধি করে দেশকে কল্যাণমুখী
রাষ্ট্রে পরিণত করতে হবে
খবর বিজ্ঞপ্তি
যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে, তারাই
দেশ ছেড়ে পালিয়েছে। তারা যে দেশের আদর্শ ধারণ ও লালন
করে, সেই দেশেই চলে গেছে। শেখ হাসিনা এ দেশে ফিরে
এসেছিলেন শুধু তাঁর পিতা হত্যার প্রতিশোধ নিয়ে
ভারতের কাছে বাংলাদেশের ভূখÐ ক্ষমতার বিনিময়ে বন্ধক
দিতে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৯টায় নগরীর রায়পাড়া ক্রস
রোডস্থ সংস্থার কার্যালয়ে সামাজিক সংগঠণ মুক্ত
বাংলা সংস্থার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।
মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের
প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তরা আরও বলেন, মুক্ত বাংলা সংস্থার
সমাজ সেবা অধিদপ্তরের একটি সামাজিক সংগঠণ। এ
সংগঠণ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে
সহয়তা করে থাকে। পাশাপাশি সংগঠণে রয়েছে শক্তিশালী
ফুটবল দল। সামাজিক কার্যক্রম এবং খেলাধুলার মাধ্যমে
দেশকে বিশ্বের দরকারে পরিচিত করতে হবে। সামাজিক
সেবার পরিধি বৃদ্ধি করে দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে
পরিণত করতে হবে। তাহলেই এদেশ সোনার বাংলায় পরিণত
হবে।
মুক্ত বাংলা সংস্থার এডহক কমিটির আহবায়ক মো.
কামরান হাচান মন্টু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব
বনানী সুলতানা ঝুমুর এর পরিচালনায় অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য এম এ জলিল,
ইজাজুল ইসলাম ও হাসিবুর রহমান, মুক্ত বাংলা সংস্থার
সদস্য শেখ সহিদ আলী, মো. তালাত মাহামুদ সাগর, মো.
আব্দুল লতিফ সুইট, খন্দকার রেজাউল আমিন সাবু, মো.
আবুল হাসান, শেখ জাহিদুর রহমান জাহিদ, আজিজুর
রহমান, রফিকুল ইসলাম বাচ্চু, প্রিন্স, জামিল, ফরিদ
পাঠান, রফিক, মাজাহারুল ইসলাম ডাবলু, সাঈদুর রহমান
বাবু, বাদল, আজম, হিমু, শিপলু, কাওসারী জাহান মঞ্জু,
মাকসুদা রহমান রোজি, জাহানারা, হালিমাসহ এলাকার
গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংস্থার সকল সদস্যবৃন্দ।#