বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মল্লিক (৭০) আর নেই। বুধবার দিবাগত রাত ২ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। ( ইন্না….. রাজেউন) । তিনি দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে,৪ মেয়ে, দুই মেয়ে জামাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার বড় ছেলে নৌ বাহিনী ও ছোট ছেলে বিজিবিতে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার দুপুরের পর গোটাপাড়া স্কুল মাঠে নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন করে তার নিজ বাড়ী গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের সহযোদ্ধা অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হাওলাদার শফিউর রহমান আকবর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার পতœী বিয়োগের পর সে ছেলে- মেয়ে নাতি-নাতনী নিয়ে খুবই স্বাভাবিক জীবন-যাপন করছিলেন। প্রতিবছর বিজয় দিবস ও মহান স্বাধীনতা দিবসে আমাকে সাথে নিয়ে বাগেরহাট শহরে আসতেন। এখন যে কয়দিন বেছে থাকব এ দিবস গুলিতে হয়তঃ একা আর যাওয়া হবে না। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। এদিকে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বাগেরহাট জেলা শাখার সভাপতি মাসুম হাওলাদারসহ সংসদের নেতৃবৃন্দ।#az