সমাজ ধ্বংসের হাতিয়ার, মাদক কেড়ে নিচ্ছে প্রাণ" এই প্রতিপাদকে সামনে রেখে নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদক নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় শহরের ঢাকা বাস স্ট্যান্ড ইষ্টার্ণ প্রডিউজ কোল্ড ষ্টোরেজ লি: এর সামনে মানববন্ধনে বক্তরা বলেন, নওগাঁ শহরের প্রবেশমুখে নিয়মনীতির তোয়াক্কা না করে পরিতোষ কুমার সাহা অবাধে বিক্রি করছে বাংলা মদ। কোল্ড ষ্টোরেজ এর ভিতরে এই দেশীয় বাংলা মদের দোকানে শুধু পারমিটধারীদের কাছে নির্ধারিত পরিমাণে মদ বিক্রির বিধান থাকলেও এখানে তা মানা হয় না। পারমিটধারী না হলেও যে কেউ অনায়াসে এখান থেকে মদ কিনে খেতে পারে। প্রশাসনকে হুশিয়ার করে বলে দিতে চাই এখনো সময় আছে মদের দোকান বন্ধ করুন। তা না হলে ছাত্র জনতা এই মদের দোকান ভেঙ্গে গুড়ে দিবে।