সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
Notice :

মাদক কারবারীদের ছাড় দেওয়া হবে না:পুলিশ সুপার।দৈনিক উত্তাল

খুলনা অফিস: / ৭৫ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেছেন সুন্দরবনে বনদস্যু নির্মূলে সামনে এবং পিছনে যত শক্তিশালী চক্র জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সকলকে আইনের আওতায় আনা হবে। মাদক, ইভিটিজিং ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জনগণের সেবায় সব সময় নিয়োজিত। কয়রার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোশ প্রকাশ করে তিনি বলেন কোন সাধারণ সেবাগ্রহীতা মানুষ পুলিশ দ্বারা হয়রানীর শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় পুলিশ সুপার আরও বলেন, জনগণের জন্য আমার দরজা সব সময় খোলা।”
তিনি গতকাল শনিবার সকাল ১০টায় কয়রা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন।”

থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বকস, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোহাঃ হুমায়ুন কবির, আঃ রউফ, অরবিন্দ কুমার মন্ডল, প্রভাষক মইনউদ্দীন, এড. নজরুল ইসলাম, এড. অরবিন্দ কুমার সানা, উপজেলা ইমাম পরিষদের মাওলানা আয়ুব আলী, মাওলানা মোঃ ওয়ালিউল¬্যাহ, মাওলানা আওছাফুর রহমান, মাওলানা মতিউর রহমান, মাদ্রাসার সুপার মাওলানা ইউনুছ আলী, শিক্ষক মাওলানা হাবিবুল¬্যাহ, সাইফুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোহাসিন আলম, স্থানীয সমাজ সেবক সাইদুজ্জামান, নূর বকস, শিক্ষার্থী রোহান বিতনে রউফ। সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।”smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর