সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
Notice :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাট জেলা তথ্য অফিসের প্রচারণা

ষ্টাফ রিপোর্টার : / ৬৪ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
Republican presidential nominee former President Donald Trump is pictured at an election night watch party, Wednesday, Nov. 6, 2024, in West Palm Beach, Fla. (AP Photo/Alex Brandon)

২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত অনুষ্ঠান সূচি এবং জাতীয় পতাকার সঠিক মাপ ও উত্তোলন বিষয়ক উপলক্ষে বিভিন্ন সড়কে বাগেরহাট জেলার তথ্য অফিস ব্যাপক প্রচার-প্রচারণা করছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৫।
দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত উদযাপনের লক্ষ্যে সকল সরকারি,আধাসরকারি,স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাকা সূর্যোদয়ের সাথে সাথে উত্তোলন করতে হবে এবং সূর্যাস্তের সাথে সাথে নামাতে হবে।এজন্যে খাড়া ভাবে স্থাপিত দন্ডের শীর্ষে সঠিক মাপের ও বর্ণের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। কোন অবস্থাতেই ছেড়া, বিবর্ণ,দোমড়ানো, মোচড়ানো বা সঠিক মাপ ছাড়া হেলানোভাবে বা আঁকাবাঁকা দন্ডে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। জাতীয় পতাকা আয়াতাকার, গাঢ় সবুজ বর্ণের হবে এবং মাঝে একটি লাল বৃত্ত থাকবে। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ১০:৬।লাল বৃত্তের ব্যাসার্ধের মাপ হবে পতাকার দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ বা পাঁচ ভাগের এক ভাগ। ভবনে ব্যবহারের জন্য পতাকার মাপ হবে ১০’-৬’// ৫’-৩’//২.৫’-১.৫’। বড় গাড়িতে ব্যবহারের জন্য পতাকার মাপ হবে ১৫”-৯”, ছোট ও মাঝারি আকারের গাড়িতে ব্যবহারের জন্য পতাকার মাপ হবে ১০” -৬”। আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক অনুষ্ঠানে টেবিল পতাকার মাপ হবে ১০”-৬”। জাতীয় পতাকা দেশের পরিচয়, স্বাধীনতা, ও সার্বভৌমত্বের প্রতীক। এজন্য সকলকে জাতীয় পতাকা যথাযথ পতাকা বিধি অনুসারে উত্তোলন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

প্রচারে জেলা তথ্য অফিস বাগেরহাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর