সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
Notice :

মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশ সুপারের বিনম্র শ্রদ্ধা নিবেদন।দৈনিক উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: / ১৬৫ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন,
মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট দশানী মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ০৬:৩০ সময় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দেশের তরে অকাতরে জীবন উৎসর্গকারী সকল শহিদদের স্মরণে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি জেলা পুলিশ, বাগেরহাটের পক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ,

পুলিশ সুপার বাগেরহাট শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহিদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরবর্তিতে পুলিশ সুপার তৌহিদুল আরিফ, জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও মু্ক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভায় যোগদান করেন এবং আলোচনা সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কাজী শহিদুজ্জামান, ডিআইও-১, ডিএসবি, বাগেরহাট, মোঃ সাইদুর রহমান,পিপিএম, অফিসার ইনচার্জ, বাগেরহাট সদর মডেল থানা; খন্দকার রুহুল আমিন, আরআই, পুলিশ লাইন্স, বাগেরহাট, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ, রাজনৈতিক নেতৃবৃন্দ ।pl


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর