মনোনয়নপত্র জমা দিলেন সদর উপজেলা পরিষদের তিন প্রার্থী সরদার নাসির উদ্দিন , রেজাউল ও রিজিয়া,চলতি মেয়াদে বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম ও রিজিয়া পারভীন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তারা নিজ পদে অন লাইন মনোনয়নপত্র জমা করেছিলেন আরও আগে। আজ সোমবার জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে তারা আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র জমা দিলেন।
এসময় তাদের সাথে ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক, তথ্য গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও সদর উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা