হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, সারা বাংলাদেশে আমি মনে হয় খুবই ভাগ্যবান। সব থেকে বেশি সাড়া আমিই পেয়েছি আসলে। একে অভূতপূর্ব বলা যায়।
রোববার (৭ জানুয়ারি) নিজ কেন্দ্রে ভোট দিয়ে এমন কথা বলেন তিনি।
এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, আজকের দিনটি চুনারুঘাট-মাধবপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। হবিগঞ্জে ৪টি আসনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।
ব্যারিস্টার সুমন বলেন, ফুটবলের সঙ্গে যুক্ত থাকার কারণে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি অনেক সাড়া পেয়েছি। এবার আমার এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়ে আমি নিজের চোখে অভূতপূর্ব সাড়া দেখতে পেয়েছি।