জাতীয় ভোটার দিবসের আলোচনা
বাগেরহাট জেলায় মোট ভোটার
১৩ লক্ষ ১৭ হাজার
বাগেরহাট জেলায় নতুন করে ১১ হাজার ৪০০ জন নাগরিক ভোটার
হয়েছেন। এই নিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা হয়েছে ১৩ লক্ষ ১৭
হাজার ৭৬৩ জন। জাতীয় ভোটার দিবস -২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় এ
তথ্য জানানো হয়। রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়। বাগেরহাট জেলা
প্রশাসক আহম্মেদ কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায়
জেলায় নতুন ভোটারের তথ্য প্রদান করে বক্তব্য দেন বাগেরহাট জেলা নির্বাচন
কর্মকর্তা মো. অলিউল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা শিক্ষা
কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা
হারুন অর রশিদ
প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বয়স ১৮ হলেই সঠিক তথ্য
প্রদান করে ভোটার হতে হবে। দ্বৈত ভোটার বা কোন প্রকার মিথ্যা তথ্য
দিয়ে ভোটার হওয়া যাবে না। ভোটার হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন ওসরকারের নির্দেশনা মেনে চলতে হবে। আলোচনা সভা শেষে নতুন
ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।#az