বাগেরহাটের শরনখোলা উপজেলায় বসতবাড়ী থেকে ইজিবাইক চুরি করে পালাতে গিয়ে আরিফ খলিফা (২৫) নামের একজন ইজিবাইক চোর আটক হয়েছে। এ সময় চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। আটক আরিফ খলিফা শরনখোলা উপজেলার বগী সাতঘর গ্রামের জাকির খলিফার ছেলে। এ ঘটনায় শরনখোলা থানায় মামলা দায়ের পুর্বক ধৃত আসামীকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়। জানা গেছে, সোমবার দিনগত গভীর রাতে শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের আব্দুল মালেক মোল্লার বসত বাড়ী থেকে তার ইজিবাইকটি চুরি হয়। ভোর রাতে ঘুম থেকে উঠে মালেক মোল্লা চার্জি পয়েন্টে ইজিবাইকটি দেখতে না পেয়ে ডাক-চিৎকার দেয় এবং সাথে সাথে শরনখোলা থানা পুলিশ কে অবিহত করে। বিষয়টি দ্রæত জানাজানি হলে ভোররাতেই পাশর্^বর্ত্তি মোড়েলগঞ্জ উপজেলার কেয়ারবাজার এলাকায় নাইটগার্ড সন্দেহমুলক চালকসহ ইজিবাইকটি আটক করে মোড়েলগঞ্জ থানায় সোপর্দ করে। খবর পেয়ে মঙ্গলবার সকালে শরনখোলা থানা পুলিশ ইজিবাইকসহ আরিফ খলিফাকে আটক করে শরনখোলা থানায় নিয়ে আসে। শরনখোলা থানার ওসি এইচএম কামরুজ্জামান খান জানান, বকুলতলা গ্রামের মালেক মোল্লা সারাদিন ইজিবাইক চালিয়ে রাতে বাড়ীতে গিয়ে ইজিবাইকটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সুযোগ বুঝে একই উপজেলার বগী সাতঘর এলাকার আরিফ খলিফা ওই ইজিবাইকটি চুরি করে মোড়েলগঞ্জ উপজেলার দিকে নিয়ে গেলে রাস্তায় থাকা নাইটগার্ড কর্তৃক আটক হয়। এ ঘটনায় ইজিবাইক চালক থানায় মামলা করেছেন।#az