দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রি বিতারনের মধ্য দিয়ে
বাগেরহাটে সিপিবি’র ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আজাদুল হক, বাগেরহাট।
দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রি বিতারনের মধ্য দিয়ে বাংলাদেশের
কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলা
শাখা। শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের পুরাতন কোট এলাকায় পার্টির
জেলা কার্যলয় প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রি বিতারন করা হয়। পার্টির
বাগেরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি বসুর
সভাপতিত্বে কমিউনিষ্ট পার্টির জন্ম এবং দলীয় কর্মকান্ড ব্যাখা শেষে
পবিত্র রমজান উপলক্ষ্যে শহরের দরিদ্র কিছু মানুষদের খাদ্য সামগ্রি দেয়া
হয়। এ সময় সিপিবির জেলা সাধারন সম্পাদক ফররুখ হাসান জুয়েলসহ
বীর মুক্তিযোদ্ধা কমরেড মানিক লাল মজুমদার, পেয়ারা বেগম, আজাদুল
হক, রুমান মাহামুদ, বেলাল হোসেন বিদ্যা, সজিব ও তপন প্রমুখ
উপস্থিত ছিলেন। সিপিবির এ খাদ্য সামগ্রি বিতারন কালে
বাগেরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি বসু বলেন,
পৃথিবীর সকল দেশেই কমিউনিষ্ট পার্টি আছে। কমিউনিষ্ট পার্টি
দরিদ্র মানুষদের জন্য কাজ করে। কুলি, মজুরসহ খেটে খাওয়া মানুষদের
অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতি করে। তাই এবার পার্টির প্রতিষ্ঠা
বার্ষিকীতে কোন কেক কাটা হয় নাই। আমরা চেষ্টা করেছি দ্রব্য মুল্যের
উর্দ্ধগতির এই সময়ে দরিদ্র মানুষদের মুখে কিছু খাদ্য তুলে দেয়ার।#