সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
Notice :

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।দৈনিক উত্তাল

উত্তল ডেস্ক: / ৮৫ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলা জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়।

এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
 সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন এর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
 বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর মহাসচিব কাদের গণি চৌধুরী, সহ-সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

 বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, ‘সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র। গণমাধ্যমের জন্য দরকার সৎ, সত্যনিষ্ঠ, পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এসবের বড্ড অভাব পরিলক্ষিত হচ্ছে।’ ‘গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়। আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই গণমাধ্যমকে পরাজিত হতে দেওয়া যাবে না।’

কাদের গণি চৌধুরী আরও বলেন, ‘সৎ সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠিত করে। সৎ সাংবাদিকতা সত্যের আরাধনা করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয়, গণতন্ত্রকে বিকশিত করে। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে হবে। সততা না থাকলে সাংবাদিকতা থাকে না। সাংবাদিকের কলমের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার না করলে জাতির সর্বনাশ ঘটে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোনো অজুহাত নয়।

গণমানুষের মনের কথা পত্রিকার পাতায় পাতায় তুলে ধরতে হবে। তিনি বলেন, ‘জনগণ দাস সাংবাদিকতাকে মনেপ্রাণে ঘৃণা করে। তাদের আত্মসমর্পণকে ঘৃণা করে। তাই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্পাদক-সাংবাদিকদের নির্ভীক, নির্লোভ ভূমিকা পালন করতে হবে। একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সে জন্য গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। এই দর্পণে প্রতিবিম্বিত হয় সমাজের প্রতিচিত্র।’ এই সাংবাদিক নেতা বলেন, ‘কারও চোখ রাঙানোকে তোয়াক্কা না করে নির্ভীক ও নিরলসভাবে কাজ করতে হয়। প্রচলিত সমাজ ব্যবস্থার চিত্র প্রত্যক্ষ করতে হয়। মানুষের সমস্যার কথা তুলে ধরার দায়িত্ব পালন করতে হয়।

অনেক বাধা বিপত্তির মধ্যে সাংবাদিকদের দিন যায়। ক্ষমতাধরদের রক্তচক্ষু উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হয়।’
 সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘সাংবাদিকতা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান-বিজ্ঞান চর্চা ও মানবিক চেতনা বিকাশের কেন্দ্র এবং নীতি-নৈতিকতা, দায়-দায়িত্ব ও বুদ্ধি-বিবেকের আধার। তাই সৃজনশীল গণমাধ্যম ও সম্মানজনক পেশা হিসেবে সংবাদপত্র অগ্রগণ্য। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সাহসী, সংবেদনশীল ও নির্মোহ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও গণসম্পৃক্ত সার্বক্ষণিক পেশা সাংবাদিকতা। সংবাদপত্রের লক্ষ্য ও উদ্দেশ্য হল দল নিরপেক্ষ সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদপত্র যতবেশি নিরপেক্ষ হবে এবং সাংবাদিকরা যত বেশি নির্ভীক ও সৎ হবে দেশ ও জাতির তত বেশি মঙ্গল হবে। আর সেজন্যই তো সাংবাদিকদের সমাজের অতন্দ্র প্রহরী বা গেট কিপারস বলা হয়।


 আরো উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা মোঃ আবুল বাসার মজুমদার, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল, মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ জামাল হোসেন, মিজানুর রহমান প্রিন্স, মোঃ খায়রুল ইসলাম, নীতি নির্ধারণী পরিষদ সদস্য মোহাম্মদ মঞ্জুর হোসেন, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, সহকারী মহাসচিব মোঃ সরকার জামাল হোসেন, সাংগঠনিক সচিব মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, অর্থ সচিব মোঃ আবেদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংস্থার প্রেসিডিয়াম সদস্য মোঃ আতিকুর রহমান, মোঃ আনারুল হক, পরিকল্পনা সচিব মোঃ সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ। মহিলা বিষয়ক সচিব আমেনা বেগম।

ঢাকা বিভাগের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান প্রধান, ঢাকা জেলা কমিটির আহ্বায়ক মোঃ মহসিন উদ্দিন, ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক স্বপন ও সদস্য সচিব মো. আহম্মেদ আলী, মাদারীপুর জেলা কমিটির সভাপতি মোঃ ফয়জুল কবির, সিলেট জেলা কমিটির সভাপতি এম এ রশীদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 পরিশেষ সভাপতির সমাপনী বক্তব্য ও দুপুরের খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।#

T.T


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর