বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনাখোলা আড়ংডাঙ্গা গ্রামের বিবাহ বাড়ীতে সৃষ্ট বিরোধে আজিজুর মোল্লা (৪৫) নামের একজন কে হত্যা করা হয়েছে। আর এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে শনিবার রাত ১০ টার দিকে আড়ংডাঙ্গা গ্রামের শাহাদত মুন্সির বাড়ীতে। ঘটনা বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মোল্লাহাট উপজেলার গাংনী মাতার চর গ্রামের মোহাম্মদ গাজী এর ছেলে মো: হাফিজুর রহমান গাজী (২৮) শনিবার সন্ধ্যায় একই উপজেলার চুলখোলা আড়ংডাঙ্গা গ্রামের শাহাদত মুন্সীর মেয়েকে বিবাহ করতে যায়। বিবাহের অনুষ্ঠানে শাহাদত মুন্সীর মেয়েকে দেখে ছেলের পছন্দ না হওয়া নিয়ে উভয়পক্ষে কথাকাটি হয়। কথাকাটির একপর্যায়ে ছেলের দুলাভাই (বোনের জামাই) পাশর্^বর্ত্তি খুলনা তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদত মোল্লার ছেলে আজিজুর মোল্লা কে বেধড়ক মারপিট করা হয়। তাকে মুমুর্ষ অবস্থায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার বলেন, থানা পুলিশ লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য নিহত আজিজুর মোল্লার লাশ শনিবার সকালে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন।#
ad