January 8, 2025, 4:13 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

বাগেরহাট শহরে ৮ বখাটে আটক: সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবকরা

বাগেরহাট প্রতিনিধি: 44 বার
আপডেট সময় : সোমবার, জানুয়ারি ৬, ২০২৫


বাগেরহাট পৌর শহরে বখাটেদের উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছে স্কুল কলেজগামী মেয়েরা। সম্প্রতি এ উৎপাদ চরম আকার ধারন করায় দক্ষ ও চৌকস নেতৃত্বে  বাগেরহাট জেলা পুলিশ সুপার তৌহিদ আরিফের নের্তৃত্ব সোমবার দুপুরে আকস্মিক অভিযানে ৮/১০ জন বখাটে পাঁকড়াও হয়। পুলিশের এ কাজে সাধুবাদ জানিয়েছেন শহরের সরকারী বালিকা বিদ্যালয় ও বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী অভিভাবকরা। সোমবার দুপুরে পুলিশের অভিযানের পর একাধিক শিক্ষার্থী অভিভাবক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে উপস্থিত সংবাদ কর্মীদের জানান, স্কুল শুরুর আগে ও ছুটির পর শহরের সরকারী বালিকা বিদ্যালয় সড়ক ও শহীদ মিনার চক্তর এলাকায় সংঘবদ্ধ বখাটেরা অবস্থান নিয়ে মেয়েদের ইভটিজিং করে। আর এই ইভটিজিংয়ের ভয়ে মেয়েদের অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে আনা-নেওয়ার জন্য সময় দিতে হয়। এরপরও বখাটেরা অভিভাবকের সামনেই মেয়েদের উদ্দেশ্যে নানা ধরনের কটুক্তি করে। অনেক সময় বখাটেদের ভয়ে আমরা চেপে যাই। সরকারের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, সোমবার দুপুরে স্কুল ছুটির পর রাস্তায় প্রাইমারী স্কুলের মেয়েদের সাথে ইভটিজিং করছিল বখাটেরা। বখাটেদের ভয়ে ওই মেয়েরা জড়োসড়ো হয়ে পড়েছিল। এক পর্যায়ে পুলিশ সুপার বিষয়টি জানতে পেরে তিনি নিজেই অভিযানে আসেন এবং কয়েকজন বখাটেকে হাতে-নাতে ধরেন। বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, এসপি স্যারের নির্দেশনায় আমরা কয়েকজন ইভটিজার কে আটক করে থানায় নিয়েছি। তাদের অভিভাবকদের খবর দেয়া হয়েছে। আর যাতে রাস্তায় স্কুল- কলেজগামী মেয়েদের উক্তাক্ত না করে এমন মুচলেকায় অভিভাবকদের কাছে এ সব বখাটেদের দেয়া হবে। এখন থেকে স্কুল চলাকালীন সময়ে থানা পুলিশ ই্ভটিজার দমনে নিয়মিত টহলদান করবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। #AZ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com