বাগেরহাট জেলার ২১৩ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে তিনটি ক্যাটাগরীতে মোট ৬ লক্ষ ৮৩ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে সামাজিক সংগঠন বাগেরহাট ফাউন্ডেশন। ১০ এপ্রিল বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-খুলনা আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফরিদা আক্তার বানু লুসি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুল হাসনাত খান পুলিশ সুপার, বাগেরহাট জেলা , সরদার নাসির উদ্দিন চেয়ারম্যান, বাগেরহাট সদর উপজেলা পরিষদ। বাগেরহাটের জেলা প্রশাসক ও বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি মোহা: খালিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেখ আবুল হাসেম শিপন, বাবুল সরদার, কল্লোল সরকার, রিজিয়া পারভীন, আসমা আজাদ, সাদিয়া আফরোজা, মুরাদ মল্লিকসহ শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশী হয়ে দেশের সম্পদ হিসাবে নিজেদের গড়ে তোলার আহবান জানান। তিনি অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য বাগেরহাট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। kl