বাগেরহাট পৌর শহরের রেলরোড এলাকায় মোঃ বাশার (২২) নামের একজন রিকসা চালক খুন হয়েছে। রবিবার (৯ জুন) সকালে পুরাতন রেল ষ্টেশনের মন্দির রোড থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ বাশারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। রিকসা চালক বাশার শহরের নাগেরবাজার এলাকা আঃ আজিজের ছেলে। কে বা কাহারা তাকে হত্যা করেছে তা এখনও উদঘাটন হয়নি। নাগেরবাজার ও পুরাতন রেল ষ্টেশন এলাকার বাসিন্দারা জানান, রবিবার সকালে মন্দিরের রোডে বাশারের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করেছে। বাশার রিকসা চালনার পাশাপাশি ভ্রাম্যমানভাবে মাদক বেচা-কেনা করত। শনিবার দিনগত গভীর রাতে তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, খবর পেয়ে আমরা লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। তার মাথার পিছনের দিকে থেতলানো অবস্থায় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে রাতের আধারে পিছন থেকে বাশারের মাথায় আঘাত করা হয়েছে। বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে ও জানান থানার ওসি।#
az