বাগেরহাট তথ্য অফিসের আয়োজনে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ডিস্ট্রিক লেভেল মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত।
মঙ্গলবার + ২২ অক্টোবর) বাগেরহাট জেলা তথ্য অফিস এর আয়োজনে ‘‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’’ শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ডিস্ট্রিক লেভেল মাল্টিমিডিয়া ক্যাম্পেইন সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাটে অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। তিনি বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দিতে হবে আজকের শিশুদেরই। তাই শিশুরা যেন সৃজনশীল, মননশীল এবং মুক্ত মনের মানুষ হিসেবে গড়ে ওঠে সেই পরিবেশ আমাদেরকেই তৈরি করে দিতে হবে। শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই সাথে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া তিনি জেলা তথ্য অফিস, বাগেরহাটকে এ বিষয়ে নিয়মিত প্রচার-প্রচারনা ও জনসচেতনতা বৃদ্ধির কাজটি অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাগেেরহাট জেলা তথ্য অফিস এর উপপরিচালক মুঈনুল ইসলাম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো: শামসুদ্দীন মোল্লা, যু্ব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুল কাদের, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এস. এম রফিকুল ইসলাম, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম শেখ, জেলা শিক্ষা অফিসার এস.এম. ছায়েদুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি মনোয়ারা খানম, বাগেরহাট ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো: মনিরুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক গোবিন্দ চন্দ্র দাস, ওয়ান-স্টেপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান, সুশীলন এনজিওর জেলা সমন্বয়কারী মো: আব্দুর রহিম, রুপান্তর এর প্রকল্প সমন্বয়কারী শিল্পী আক্তার, ব্রাকের জেলা সমন্বয়ক ইদ্রিস আলম ও সাংবাদিক প্রমুখ। উক্ত ক্যাম্পেইনে বক্তরা বলেন, ‘দীর্ঘদিনের কুসংস্কার ও শিশুর প্রতি বৈষম্যমূলক মনোভাবের ফলে শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহসহ অন্যান্য সামাজিক সমস্যা সরকারের পক্ষে এককভাবে সমাধান করা সম্ভব নয়। শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমকে এগিয়ে আসতে হবে। সেই সাথে বক্তারা জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।