বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম গতকাল বাগেরহাট - কচুয়া সদর সহ তিনটি পৌরসভা, ফকিরহাট মোল্লাহাট চিতলমারী রামপাল মংলা মোরেলগঞ্জ শরনখোলায় সনাতন হিন্দুধর্মাবলম্বীর সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠানে অংশ নেন।
পুজামন্ডপ পরিদর্শন কালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ পুজা কমিটি ও স্থানীয়দের উদ্দেশ্যে এটি এম আকরাম হোসেন তালিম বলেন, বাংলাদেশ এক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা অতিক্রম করছে এরই মাঝে তিনি হুশিয়ারি বার্তা দেন যে, কেউ যদি অন্যায়ভাবে জান মালের ক্ষতিসাধন সহ চাদাবাজি লুটতরাজ দখলবাজ ও অনৈতিক কর্মকান্ডে নিজ দলেরও যদি কেউ জড়িত থাকে তাদের বিএনপি চুল পরিমান ছাড় দেবেনা।
এটি এম আকরাম হোসেন তালিম আরও বলেন, দলের দেয়া অর্পিত দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালনে যেমন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তেমনি নিজের জীবন থাকতে কাউকে অন্যায় কাজকে সমর্থন করবেন না বলে অংগিকারাবদ্ধ।
বাগেরহাটে প্রায় সাড়ে ছয়শটি মন্দিরে শারদীয় দুর্গা উৎসব আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। বিশেষ প্রতিনিধি বিটিভির ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজাদ রুহুল আমিনের এক প্রশ্নের উত্তরে আকরাম হোসেন তালিম বলেন, বিএনপি সবসময়ই জনগণের চাওয়া পাওয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকে বলে নির্বাচনে দলীয় মনোনয়ন দিলে তিনি এলাকার সাধারণ মানুষকে নিয়ে মাঠে নামবেন তবে তিনি জেলা বিএনপির আহবায়ক হিসেবে জেলার সার্বিকতা বিবেচনা করে সম অধিকার হিসেবে সব উপজেলাতে ছুটে বেরিয়েছেন।
দল মনোনয়ন দেবে কিনা সেটি সময় বলে দিবে। এ সময় পুজামন্ডপ পরিদর্শন কালে বাগেরহাট সদর উপজেলা আহবায়ক সাবেক কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাক্তার হাবিবুর রহমান, বাগেরহাট পৌর বিএনপির আহবায়ক সাবেক কমিশনার বিডি এস এর সাবেক সম্পাদক এসকেন্দার হোসেন, জেলা বিএনপির অন্যতম সদস্য অহিদুল ইসলাম পল্টু সর্দার সহ বিভিন্ন অংগ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক ও স্ব স্ব উপজেলার বিএনপির আহবায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।