বাগেরহাট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসক, বাগেরহাট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল জব্বার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপপরিচালক (স্থানীয় সরকার) ডাঃ মোঃ ফকরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরবিন্দ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, এসিল্যান্ডগণ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এ্যাড.শরীফা খানম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিস, বাগেরহাটের উপপরিচালক মুঈনুল ইসলাম ও কনসেপ্ট পেপার পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল জব্বার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা বাজার কর্মকর্তা ,জনকণ্ঠের জেলা প্রতিনিধি বাবুল সরদার প্রমুখ
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের সকল বিভাগের দপ্তর প্রধানগণ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা ও মতবিনিময় সভায় স্মার্ট বাংলাদেশ এর গুরুত্ব ও এর চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।